টঙ্গী পশ্চিম থানা ছাএলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত ।
।
শেখ রাজীব হাসান,গাজীপুর
টঙ্গী পশ্চিম থানা ছাএলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ও ২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল গণভোজের আয়োজন করা হয়েছে, গাজীপুর মহানগর ৫১ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক নাঈম খানের সভাপতিত্বে এবং কবি নজরুল কলেজ ছাএলীগ নেতা ইমাদ উদ্দিন আকাশের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী কলেজ গেইট এলাকায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর, আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মোল্লা, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাএলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম, আওয়ামী লীগ নেতা হারুন উল রশিদ, গাজীপুর মহানগর ছাএলীগের সাবেক সহ সভাপতি রাকিব হাসান জসিম, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় ছাএলীগের সাবেক সহ সভাপতি সফিকুল ইসলাম সফিক মোল্লা, সাংগঠনিক সম্পাদক জামিল রায়হান, সাবেক গন শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান সাকিব, গাজীপুর মহানগর ছাএলীগের তানভীর মাহতাব, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু প্রজম্ম কমান্ডের সাধারণ সম্পাদক ইকবাল পাঠান খান,টঙ্গী সরকারি বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ নেতা আরিফ হোসেন প্রমুখ, আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট নিহতদের স্মরণে ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে দোয়া মিলাদ মাহফিল ও গনভোজের করা হয়েছে ।